Карьера

Вакансии

সহকারী শিক্ষক (কুরআন মাজিদ, হাদিস, আকাঈদ ও ফিকহ্)

কামিল স্নাতকোত্তর/০৪ বছর মেয়াদি অনার্স

15 Положение

Требования

১. কামিল/স্নাতকোত্তর/০৪ বছর মেয়াদি অনার্স
২. Profile picture 300*300 pixel, 100 Kb মধ্যে হতে হবে
৩. আগামী ০৭ নভেম্বর, ২০২৪ এর মধ্যে চেয়ারম্যান, তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন, বাড়ি #০৫, শাহ মাখদুম অ্যাভিনিউ, সেক্টর # ১৪, উত্তরা, ঢাকা-১২৩০ বরাবর বায়োডাটা ও মোবাইল নম্বরসহ স্বহস্তে লেখা আবেদনপত্র সরাসরি/ডাকযোগে পৌঁছাতে হবে ।
অথবা অনলাইনে আবেদন লিঙ্ক : https://www.tanzimulummah.org/page/16/careers

৪. অনলাইন আবেদনর ক্ষেত্রে আবেদন ফরম ফি ৩০০ টাকা প্রযোজ্য হবে । [ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, উত্তরা শাখা, ঢাকা, হিসাব নম্বর 20502070202475501 এর অনুকূলে জমার রশিদ লিখিত পরিক্ষার কেন্দ্রে  জমা দিতে হবে]

Описание

১.প্রার্থীকে বাস্তব জীবনে ইসলামের বিধি-বিধান পালনে অভ্যস্ত হতে হবে ।
২.যাদের জন্ম ০১ জানুয়ারি ১৯৯০ এর পর কেবল তারাই আবেদন করতে পারবেন [সামরিক-আধাসামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের ক্ষেত্রে বয়সসীমা প্রযোয্য নয়]
৩. পরিক্ষার কেন্দ্রসমুহ: ঢাকা, নারায়নগঞ্জ, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চট্রগ্রাম, ময়মনসিংহ, সিলেট, রংপুর, বগুড়া, রাজশাহী, খুলনা, বরিশাল।
৪.আবেদপত্রের সাথে সংযুক্ত করতে হবে (অনলাইন আবেদনের ক্ষেত্রে পরিক্ষার দিন নিন্ম লিখিত কাগজপত্র জমা দিতে হবে ):
ক. বায়োডাটা ও মোবাইল নম্বরসহ স্বহস্তে লেখা আবেদনপত্র জমা দিতে হবে (অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে)
খ. সকল পরীক্ষার সার্টিফিকেটের ফটোকপি
গ.শিক্ষক নিবন্ধন সার্টিফিকেটের ফটোকপি [যদি থাকে]
ঘ. অভিজ্ঞতার সনদ (যদি থাকে) 
ঙ. সদ্য তোলা ২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি (৩ মাসের অধিক পুরাতন ছবি গ্রহণযোগ্য নয়)
চ. ১ জন ইসলামী ব্যক্তিত্বের প্রত্যয়নপত্র 
ছ. জাতীয় পরিচয়পত্রের ফটোকপি
জ. আবেদন ফি জমার রশিদ।
৫. লিখিত পরিক্ষার কেন্দ্র, সময় ও তারিখ মোবাইলে মেসেজ জানিয়ে দেওয়া হবে ।